কীভাবে কথপোকথনের টোন ম্যানেজ করতে হয়

Android
কথোপকথনের টোন মূলত সেই শব্দ যা কোনও মেসেজ পাঠানো ও গ্রহণের সময় বাজানো হয়। সাধারণত, আপনার কথোপকথনের টোন চালু করা থাকে। কথোপকথনের টোনের ভলিউম আপনার ফোনের বিজ্ঞপ্তির ভলিউম দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
এই টোনগুলো চালু অথবা বন্ধ করতে:
  1. WhatsApp খুলুন৷
  2. আরও বিকল্প
    > সেটিংস > বিজ্ঞপ্তি ট্যাপ করুন, এরপর কথোপকথনের টোন চালু অথবা বন্ধ করুন।
মনে রাখবেন, কথোপকথনের টোন পরিবর্তন করলে সেটা ইনকামিং এবং আউটগোয়িং উভয় মেসেজের টোন পরিবর্তন করবে।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না