কীভাবে মিডিয়া পাঠানো যায়
ফটো, ভিডিও, ডকুমেন্ট অথবা পরিচিতি পাঠাতে
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- অ্যাটাচ করুনবাক্লিক করুন, এরপর এগুলো ক্লিক করুন:
- ফটো এবং ভিডিও-তে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ফটো বা ভিডিও বেছে নিতে পারবেন। আপনি একসাথে সর্বাধিক ৩০টি ফটো বা ভিডিও পাঠাতে পারবেন এবং প্রত্যেকটি ফটো বা ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন। অথবা আপনি ফটো বা ভিডিও ড্র্যাগ করে এনে সরাসরি টেক্সট ফিল্ডে বসিয়ে দিতে পারবেন। আপনি প্রতিটি ভিডিও সর্বাধিক ১৬ এমবি সাইজের পাঠাতে পারবেন।
- ক্যামেরা-তে ক্লিক করে আপনার কম্পিউটারের ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন।
- ডকুমেন্ট-এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ডকুমেন্ট বেছে নিতে পারবেন। অথবা আপনি ডকুমেন্ট ড্র্যাগ করে এনে সরাসরি টেক্সট ফিল্ডে বসিয়ে দিতে পারবেন। সর্বাধিক ২ জিবি সাইজের ডকুমেন্ট পাঠানো যাবে।
- পরিচিতি-তে ক্লিক করে আপনার ফোনের ঠিকানার বইয়ে সেভ করা পরিচিতির তথ্য WhatsApp-এর মাধ্যমে পাঠাতে পারবেন।
- পাঠানবাক্লিক করুন।
'ভয়েস মেসেজ' পাঠাতে
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- মাইক্রোফোনবাক্লিক করুন, এরপর আপনার কম্পিউটারের মাইক্রোফোনে কথা বলা শুরু করুন।
- হয়ে গেলে, ভয়েস মেসেজ পাঠানোর জন্য নিশ্চিত করুনক্লিক করুন।
দ্রষ্টব্য: ভয়েস মেসেজ রেকর্ড করার সময় বাতিল করুন
ক্লিক করে সেটি বাতিল করতে পারবেন।

আপনার কম্পিউটারে ফটো বা ভিডিও সেভ করতে
- যে ফটো বা ভিডিওটি সেভ করতে চান সেটি ক্লিক করুন।
- ডাউনলোড করুনবাক্লিক করুন। অনুরোধ জানানো হলে, সেভ করুন-এ ক্লিক করুন।
সংশ্লিষ্ট রিসোর্স: