কীভাবে ডার্ক মোড ব্যবহার করা যায়
Android
iPhone
ওয়েব ও ডেস্কটপ
Windows
Mac
ডার্ক মোড ব্যবহার করে আপনি WhatsApp-এর কালার থিমটি সাদা থেকে কালো রঙে পরিবর্তন করতে পারবেন।
ডার্ক মোড ব্যবহার করতে
- WhatsApp খুলুন, এরপর > সেটিংস > চ্যাট > থিম-এ ট্যাপ করুন।
- নিচের বিকল্প থেকে বেছে নিন:
- ডার্ক: ডার্ক > ঠিক আছে-তে ট্যাপ করুন।
- লাইট: ডার্ক মোড বন্ধ করুন।
- সিস্টেম ডিফল্ট: আপনার ডিভাইসের সেটিংস অনুসারে WhatsApp-এর ডার্ক মোড চালু করুন। ডিভাইসের সেটিংস > ডিসপ্লে-তে গিয়ে ডার্ক থিম চালু বা বন্ধ করুন।