WhatsApp এর অনুমতি সম্পর্কে
Android
iPhone
আপনি প্রথমবারের মতো WhatsApp-এ বৈশিষ্ট্যগুলি ব্যবহার করলে WhatsApp-এর আপনার Android ফোনের তথ্য বা অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে। অনুমতি দেওয়া বন্ধ করে দিলে WhatsApp নির্দিষ্ট কার্যকারিতা হারাতে পারে।
আগে থেকে আপনার WhatsApp ইনস্টল করা থাকলে আপনি নিজের ফোনের সেটিংস থেকে অ্যাপে ব্যবহৃত অনুমতি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার Android ফোনের উপর ভিত্তি করে, আপনি এটি দু'ভাবে করতে পারেন:
- আপনার ফোনের সেটিংস খুলুন, এরপর অ্যাপ ও বিজ্ঞপ্তি > WhatsApp > অনুমতি-তে ট্যাপ করুন।
- আপনার ফোনের সেটিংস খুলুন, এরপর অ্যাপ > অ্যাপ ম্যানেজ করুন > WhatsApp > অ্যাপের অনুমতি বা অন্যান্য অনুমতি-তে ট্যাপ করুন।
কীভাবে আমরা ডেটা সংগ্রহ করে সেটা ব্যবহার করি সে সম্পর্কে আরও জানতে আমাদের গোপনীয়তা নীতিটি দেখুন।