পরিচিতির অ্যাকাউন্ট চেনা যাচ্ছে না
কোনও ব্যক্তি তার ফোন নম্বর পরিবর্তন করার সাথে সাথে আপনাকে নিজের ফোনের ঠিকানা বই থেকে সেই ব্যক্তির পুরনো নম্বরটি বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যেহেতু মোবাইল পরিষেবা প্রদানকাররীরা নম্বর পুনর্ব্যবহার করে থাকেন, আপনি WhatsApp এর কোনও অ্যাকাউন্ট আপনার বন্ধুর অ্যাকাউন্ট ভেবে ভুল করতে পারেন, কিন্তু আসলে নম্বরটি হল সেই ফোন নম্বরের নতুন মালিকের।
WhatsApp শুধুমাত্র অ্যাকাউন্ট শনাক্তকরণ করতে ফোন নম্বর ব্যবহার করে এবং আপনার ঠিকানা বইয়ে থাকা সেই নম্বরের সাথে সেভ করা পরিচিতির নাম প্রদর্শন করে।