কীভাবে মেসেজ বাদ দিতে হয়
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
আপনি শুধু নিজের জন্য মেসেজ বাদ দিতে পারবেন অথবা সবার জন্য মেসেজ বাদ দেওয়া হোক এমন অনুরোধ করতে পারবেন।
সবার জন্য মেসেজ বাদ দিন
সবার জন্য মেসেজ বাদ দিতে চাইলে আপনি একক বা গ্রুপ চ্যাটে আপনার পাঠানো নির্দিষ্ট মেসেজ বাদ দিতে পারবেন। আপনি ভুল কোনও চ্যাটে মেসেজ পাঠালে অথবা আপনার পাঠানো মেসেজে যদি কোনও ভুল থাকে, তাহলে এটি বিশেষভাবে কাজে লাগবে। গ্রুপের অ্যাডমিন হিসেবে চ্যাটের মেসেজে ভুলত্রুটি বা সমস্যা থাকলে আপনি সেসব মেসেজও সরিয়ে দিতে পারবেন।
আপনার পাঠানো মেসেজ সবার জন্য বাদ দেওয়া হলে সেই মেসেজের পরিবর্তে নিচের লেখাটি দেখতে পাবেন:
“আপনি এই মেসেজটি বাদ দিয়েছেন”
আপনার পাঠানো মেসেজ সবার জন্য বাদ দিতে:
- WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাট থেকে মেসেজটি বাদ দিতে চান সেটিতে যান।
- মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর মেনু থেকে বাদ দিন বেছে নিন। অথবা, একসাথে একাধিক মেসেজ বাদ দিতে আরও মেসেজ বেছে নিতে পারেন।
- অনুরোধ জানানো হলে, আরওট্যাপ করুন > মেনু থেকে বাদ দিন বেছে নিন।
- অনুরোধ জানানো হলে, আরও
- বাদ দিন> সবার জন্য বাদ দিন-এ ট্যাপ করুন।
আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন, তাহলে গ্রুপের অন্য সদস্যের পাঠানো মেসেজ বাদ দিতে পারবেন। এর সাহায্যে অ্যাডমিন তার ব্যক্তিগত গ্রুপ এবং কমিউনিটি ম্যানেজ করতে সকল সদস্যের জন্য অনুপযুক্ত বা আপত্তিকর মেসেজ অথবা মিডিয়া বাদ দিতে পারবেন। অ্যাডমিন সবার জন্য মেসেজ বাদ দিলে সেই মেসেজের পরিবর্তে নিচের লেখাটি দেখা যাবে:
“অ্যাডমিন [admin name] এই মেসেজটি বাদ দিয়েছেন”
গ্রুপের অন্য সদস্যের পাঠানো মেসেজ বাদ দিতে:
- WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাট থেকে মেসেজটি বাদ দিতে চান সেটিতে যান।
- মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন।
- বাদ দিন> সবার জন্য বাদ দিন > ঠিক আছে-তে ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
- সবার জন্য সফলভাবে মেসেজ বাদ দিতে আপনাকে এবং প্রাপককে অবশ্যই WhatsApp-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করতে হবে।
- আপনি WhatsApp চ্যাট থেকে মেসেজটি বাদ দেওয়ার পরেও iOS-এ WhatsApp ব্যবহার করছেন এমন প্রাপকের কাছে আপনার পাঠানো মিডিয়া তার ফটোতে সেভ থাকতে পারে।
- মেসেজটি বাদ দেওয়ার আগে বা সফলভাবে বাদ দেওয়া না হলে প্রাপক আপনার মেসেজটি হয়ত দেখতে পারবেন।
- সবার জন্য সফলভাবে বাদ দেওয়া না হলে আপনাকে তা জানানো হবে না।
- মেসেজ পাঠানোর ২ দিনের মধ্যে সবার জন্য বাদ দিন বৈশিষ্ট্যটির অনুরোধ করতে হবে।
- শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন গ্রুপের অন্য সদস্যের পাঠানো মেসেজ বাদ দিতে পারবেন।
- অন্য কেউ মেসেজ পাঠানোর পর ২ দিনের মধ্যে গ্রুপের অ্যাডমিনকে সবার জন্য বাদ দিন বৈশিষ্ট্যটির অনুরোধ করতে হবে।
- কোন অ্যাডমিন সবার জন্য বাদ দিন বেছে নিয়েছেন সেটি গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।
- গ্রুপের অ্যাডমিন মেসেজ বাদ দিলে সেটির পুনরুদ্ধার এবং আবেদন করা যাবে না।
নিজের জন্য মেসেজ বাদ দিন
আপনি নিজের ফোন থেকে পাঠানো বা গ্রহণ করা মেসেজের কপি বাদ দিতে পারবেন। এটি আপনার প্রাপকের চ্যাটের মেসেজে কোনও পরিবর্তন করবে না। আপনার প্রাপক তবুও তার চ্যাট স্ক্রিনে মেসেজটি দেখতে পাবেন।
নিজের জন্য মেসেজ বাদ দিতে:
- WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাট থেকে মেসেজটি বাদ দিতে চান সেটিতে যান।
- মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর মেনু থেকে বাদ দিন বেছে নিন। অথবা, একসাথে একাধিক মেসেজ বাদ দিতে আরও মেসেজ বেছে নিতে পারেন।
- অনুরোধ জানানো হলে, আরওট্যাপ করুন > মেনু থেকে বাদ দিন বেছে নিন।
- অনুরোধ জানানো হলে, আরও
- স্ক্রিনের উপরের বাদ দিন> আমার জন্য বাদ দিন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আমার জন্য বাদ দিন বেছে নেওয়ার পর, মেসেজটি স্থায়ীভাবে বাদ যাওয়ার আগে আপনি আগের অবস্থায় ফিরে যান চেপে এই ধাপটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ৫ সেকেন্ড সময় পাবেন।
সংশ্লিষ্ট রিসোর্স: