WhatsApp এ কীভাবে আমি টেক্সটের সাইজ পরিবর্তন করব?

iPhone
WhatsApp আপনার iPhone এর সেটিংসে বেছে নেওয়া টেক্সটের সাইজ ব্যবহার করে। WhatsApp এর মধ্যে মেসেজের টেক্সটের সাইজ পরিবর্তন করতে:
  1. iPhone সেটিংস
    এ যান।
  2. ডিসপ্লে ও উজ্জ্বলতা> টেক্সটের আকার বিকল্পে ট্যাপ করুন।
  3. টেক্সটের সাইজ অ্যাডজ্যাস্ট করতে স্লাইডারটি সরান।
নোট:
  • আপনি যদি iPhone সেটিংসথেকে অ্যাক্সেসিবিলিটি সাইজ বৃহত্তর
    > সাধারণ > অ্যাক্সেসিবিলিট > বৃহত্তর টেক্সট, চালু করা হলেে WhatsApp প্রোফাইলের গ্রুপ আইকন দেখতে পাবেন না। সহজে পডা যায় এমন ডিসপ্লের মাধ্যমে এটি iPhone মেসেজ এর মতো করে দেখায়।
  • WhatsApp এ কাস্টম ফন্ট কাজ করে না।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না