WhatsApp-এর পেমেন্ট বৈশিষ্ট্যটি কোন কোন দেশে সাপোর্ট করা হয় সে সম্পর্কে আরও জানুন

WhatsApp-এর পেমেন্ট বৈশিষ্ট্যটি সীমিত দেশে এবং নির্দিষ্ট ডিভাইসে উপলভ্য। WhatsApp-এ আপনি নিচের এইসব দেশে নিজের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদেরকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং রেজিস্টার করা বিজনেসকেও পেমেন্ট করতে পারবেন:
  • ভারত
  • ব্রাজিল
আপনি নিচের এইসব দেশে WhatsApp-এ রেজিস্টার করা বিজনেসকে পেমেন্ট করতে পারবেন:
  • সিঙ্গাপুর
এই পেমেন্ট বৈশিষ্ট্যটি অন্যান্য দেশে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। নতুন কোন দেশে উপলভ্য তা জানতে এখানে নজর রাখুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না