Messenger রুম সম্পর্কে

আপনি Messenger রুম ব্যবহার করে নিজের পরিবার, বন্ধুবান্ধব ও সেই সকল লোকজনকে কল করে একসাথে সময় কাটাতে পারবেন যাদের সাথে আপনি নিজের পছন্দ-অপছন্দ, চিন্তাভাবনা শেয়ার করে থাকেন। নিজের মোবাইলে Messenger অ্যাপ ব্যবহার করে অথবা আপনার ওয়েব ব্রাউজার থেকে Messenger ওয়েবসাইট খুলে আপনি এমন রুম তৈরি করতে পারেন যেখানে বেশি সংখ্যক লোকজন ভিডিও চ্যাটে থাকতে পারবে। এরপর, আপনি নিজের WhatsApp-এর পরিচিতিকে ও গ্রুপ চ্যাটে আমন্ত্রণের লিঙ্ক পাঠাতে পারেন এবং তাদের Facebook অ্যাকাউন্ট বা Messenger অ্যাপ না থাকলেও, তারা সেই আমন্ত্রণের লিঙ্ক ব্যবহার করে এইসব রুমে যোগ দিতে পারবেন।
WhatsApp-এর মধ্যে Messenger রুমের শর্টকাট আর উপলভ্য নয়। Messenger একটি আলাদা অ্যাপ ও ওয়েবসাইট, তাই আপনি রুম তৈরি করার সময় আপনাকে নিজের Facebook অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে। ‘রুম’ এর সবকিছুই WhatsApp-এর বাইরে হয়ে থাকে, সুতরাং 'Messenger রুম' এর ভিডিও চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয়।
যেকোনও WhatsApp ব্যবহারকারী যার সাথে আপনি 'রুম' এর লিঙ্ক শেয়ার করেছেন তিনি 'রুম'-এ যোগ দিতে পারবেন, তাই শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তির সাথে এই লিঙ্কটি শেয়ার করবেন। লিঙ্কটি একজন পেয়ে আবার অন্যদের ফরোয়ার্ড করতে পারবেন। এর ফলে, আপনি যাদেরকে লিঙ্কটি সরাসরি পাঠাননি তারাও 'রুম'-এ যোগ দিতে পারবেন।
'Messenger রুম' এমন একটি বৈশিষ্ট্য যা Messenger-এর মালিকানাধীনে তৈরি করা হয়েছে। যেহেতু Messenger ও Meta-এর অন্যান্য প্রোডাক্ট WhatsApp-এ উপলভ্য সব ভাষা সাপোর্ট করে না, তাই হয়ত আপনি Messenger-এ আপনার ফোন বা কম্পিউটারে যে ভাষা সেট করা আছে তার বদলে অন্য ভাষাতে আগে থেকে পূরণ করা কিছু মেসেজ বা লিঙ্ক দেখতে পাবেন। আপনি Messenger রুম বা Meta-এর অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করলে, আপনাকে এইসব পরিষেবা ব্যবহারের জন্য সেগুলোর নিজস্ব শর্তাবলী বা গোপনীয়তার নীতি মেনে চলতে হবে। 'Messenger' রুম সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে এই নিবন্ধটি পড়ুন। WhatsApp কীভাবে অন্যান্য Meta কোম্পানির সাথে কাজ করে সে সম্পর্কে আরও জানতে আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তার নীতি দেখুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না