কীভাবে মেসেজ স্টার চিহ্নিত করা যায় বা স্টার চিহ্ন তুলে দেওয়া যায়
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
মেসেজ স্টার চিহ্নিত করার বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি নির্দিষ্ট কিছু মেসেজ পরবর্তী সময়ে খুঁজে পাওয়ার জন্য বুকমার্ক করে রাখতে পারবেন।
মেসেজকে স্টার চিহ্নিত করা
- যে মেসেজটীকে স্টার চিহ্নিত করতে চান সেটির উপর কারসার নিয়ে যান।
- মেনু> মেসেজটি স্টার চিহ্নিত করুন-এ গিয়ে ক্লিক করুন।
দ্রষ্টব্য: আপনার সমস্ত স্টার চিহ্নিত মেসেজ দেখতে,মেনু
অথবা
আপনার চ্যাটের তালিকার উপরে > স্টার চিহ্নিত করা হয়েছে ক্লিক করুন।


মেসেজ থেকে স্টার চিহ্ন তুলে দিন
- যে মেসেজটি থেকে স্টার চিহ্ন তুলে দিতে চান তার উপর কারসার নিয়ে যান।
- মেনু> মেসেজটি থেকে স্টার চিহ্ন তুলে দিন ক্লিক করুন।
বিকল্পভাবে:
- মেনুঅথবাআপনার চ্যাটের তালিকার উপর> স্টার চিহ্নিত করা হয়েছে ক্লিক করুন।
- আপনি যে মেসেজটি থেকে স্টার চিহ্ন তুলে দিতে চান সেটি বেছে নিন, যেটি আপনাকে একক বা গ্রুপ চ্যাটের সেই নির্দিষ্ট চ্যাটে নিয়ে যাবে।
- মেসেজটির উপর কারসার নিয়ে যান।
- মেনু> মেসেজটি থেকে স্টার চিহ্ন তুলে দিন ক্লিক করুন।
সমস্ত মেসেজ থেকে স্টার চিহ্ন তুলে দেওয়া
- মেনুঅথবাআপনার চ্যাটের তালিকার উপর> স্টার চিহ্নিত করা হয়েছে ক্লিক করুন।
- মেনুঅথবা"স্টার চিহ্ন দেওয়া মেসেজ" > সবগুলি থেকে স্টার চিহ্ন তুলে দিন > স্টার চিহ্ন তুলে দিন ক্লিক করুন।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি: