কীভাবে মেসেজ স্টার চিহ্নিত করা যায় বা স্টার চিহ্ন তুলে দেওয়া যায়
Android
iPhone
KaiOS
ওয়েব ও ডেস্কটপ
Windows
স্টার চিহ্নিত মেসেজ বৈশিষ্ট্যটির সাহায্যে আপনি নির্দিষ্ট কিছু মেসেজ পরবর্তী সময়ে খুঁজে পাওয়ার জন্য বুকমার্ক করে রাখতে পারবেন।
মেসেজে স্টার চিহ্নিত করুন
- যে মেসেজে স্টার চিহ্নিত করতে চান সেটি ট্যাপ করে ধরে থাকুন।
- স্টারট্যাপ করুন।
মেসেজ থেকে স্টার চিহ্ন তুলে দিন
- স্টার চিহ্নিত মেসেজটি ট্যাপ করে ধরে থাকুন।
- স্টার চিহ্ন তুলে দিনট্যাপ করুন।
দ্রষ্টব্য: স্টারটি তুলে দিলে মেসেজটি বাদ হয়ে যাবে না।
আপনার দেওয়া স্টার চিহ্নিত মেসেজের তালিকা দেখুন
- WhatsApp খুলুন৷
- আরও বিকল্পট্যাপ করুন।
- স্টার চিহ্নিত মেসেজ ট্যাপ করুন।