কীভাবে আপনার পূর্ববর্তী চ্যাট সেভ করবেন
Android
আপনার WhatsApp-এর চ্যাট আপনার ফোনের মেমরিতে প্রতিদিন অটোমেটিক্যালি ব্যাক-আপ হয় ও সেভ হয়। আপনার সেটিংসের উপর ভিত্তি করে, আপনি নির্দিষ্ট সময় পরপর নিজের WhatsApp-এর চ্যাট Google ড্রাইভে ব্যাক-আপ নিতে পারবেন। যদি নিজের ফোন থেকে WhatsApp আনইনস্টল করতে চান, কিন্তু আগের কোনও মেসেজ হারাতে না চান, তাহলে চ্যাট ম্যানুয়ালি ব্যাক-আপ নিয়েছেন কি না সেটি আনইনস্টল করার পূর্বে দেখে নিন।
চ্যাটের ব্যাক-আপ নিন
WhatsApp-এ যান, এরপর আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > ব্যাক-আপ নিন ট্যাপ করুন।

পূর্ববর্তী চ্যাট এক্সপোর্ট করুন
আপনি চ্যাট এক্সপোর্ট করার বৈশিষ্ট্যটি ব্যবহার করে একক বা গ্রুপের চ্যাট থেকে পাওয়া পূর্ববর্তী চ্যাটের কপি এক্সপোর্ট করতে পারবেন।
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- আরও বিকল্প> আরও > চ্যাট এক্সপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
- মিডিয়াসহ না মিডিয়া ছাড়া এক্সপোর্টে করবেন সেটি বেছে নিন।
একটি ইমেল লেখা হবে যার সাথে .txt ডকুমেন্ট হিসেবে আপনার পূর্ববর্তী চ্যাট অ্যাটাচ করা থাকবে।
দ্রষ্টব্য:
- আপনি জার্মানিতে থাকলে, 'চ্যাট এক্সপোর্ট' বৈশিষ্ট্যটি ব্যবহার করার আগে আপনাকে WhatsApp আপডেট করতে হতে পারে।
- আপনি যদি মিডিয়া অ্যাটাচ করতে চান, তাহলে অতি সাম্প্রতিক পাঠানো মিডিয়াটি অ্যাটাচমেন্ট হিসেবে যোগ করা হবে।
- মিডিয়াসহ এক্সপোর্ট করতে চাইলে, আপনি সর্বোচ্চ ১০,০০০টি সাম্প্রতিক মেসেজ পাঠাতে পারবেন। আর মিডিয়া ছাড়া আপনি ৪০,০০০টি মেসেজ পাঠাতে পারবেন। এই সীমাবদ্ধতার কারণ হলো ইমেলের সর্বোচ্চ সাইজ।
সংশ্লিষ্ট রিসোর্স:
- Google ড্রাইভের ব্যাক-আপ তৈরি বা পুনরুদ্ধার করা যাচ্ছে না