কীভাবে পরিচিতিকে ব্লক করা যায় এবং তার বিষয়ে রিপোর্ট করতে হয়

Android
iPhone
KaiOS
আপনি নির্দিষ্ট পরিচিতিকে ব্লক করে তার পাঠানো মেসেজ, কল ও স্ট্যাটাস আপডেট গ্রহণ করা বন্ধ করতে পারবেন। আপনি যদি মনে করেন কোনও পরিচিতি ক্ষতিকারক কন্টেন্ট অথবা স্প্যাম পাঠাচ্ছেন, তাহলে আপনি তার বিষয়ে রিপোর্টও করতে পারবেন।
আপনি যদি মনে করেন যে আপনি বা অন্য কেউ বিপদের সম্মুখীন হচ্ছেন, তাহলে অনুগ্রহ করে স্থানীয় জরুরি পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
পরিচিতিকে ব্লক করতে
  1. WhatsApp খুলে সেটিংস > গোপনীয়তা > ব্লক করা হয়েছে > নতুন যোগ করুন...-এ যান
  2. আপনি যে পরিচিতিকে ব্লক করতে চান তাকে খুঁজে নিন, এরপর পরিচিতিতে ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
  • আপনি যদি নিজের ফোন নম্বর পরিবর্তন করে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার ব্লক করা পরিচিতি ব্লক করাই থাকবে। কীভাবে নম্বর পরিবর্তন করার বৈশিষ্ট্যটি ব্যবহার করতে হয় তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
    • আপনি নতুন WhatsApp অ্যাকাউন্ট সেট-আপ করলে আপনাকে আবার সেই সব পরিচিতিকে ম্যানুয়ালি ব্লক করতে হবে।
পরিচিতিকে ব্লক করার আরও উপায়:
  • পরিচিতির সাথে চ্যাট খুলুন, এরপর পরিচিতির নাম > পরিচিতিকে ব্লক করুন > ব্লক করুন বা পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন > রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন।
  • আপনার চ্যাট ট্যাবে গিয়ে চ্যাটটি বাঁদিকে সোয়াইপ করুন, এরপর আরও > পরিচিতির তথ্য > পরিচিতিকে ব্লক করুন > ব্লক করুন বা পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন > রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন।
অজানা ফোন নম্বর ব্লক করুন
অজানা ফোন নম্বর ব্লক করতে আপনার কাছে নিচের দুটি বিকল্প আছে:
  • প্রথমবার সেই ফোন নম্বর থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়ে থাকলে, আপনি চ্যাটটি খুলে ব্লক করুন > ব্লক করুন-এ ট্যাপ করতে পারেন।
  • সেই ফোন নম্বরের সাথে চ্যাট খুলুন, এরপর ফোন নম্বর > পরিচিতিকে ব্লক করুন > ব্লক করুন বা পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন > রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
  • রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করলে একাধারে নম্বরটি রিপোর্ট ও ব্লক করা হবে।
  • ব্লক করা পরিচিতি আপনাকে আর কল করতে বা মেসেজ পাঠাতে পারবেন না।
  • আপনার 'শেষবার দেখেছেন', 'অনলাইনে' থাকা, 'স্ট্যাটাস আপডেট' এবং নিজের প্রোফাইল ফটোর যেকোনও পরিবর্তন আপনার ব্লক করা পরিচিতি আর দেখতে পাবেন না।
  • কোনও পরিচিতিকে ব্লক করা হলে তাকে যেমন আপনার পরিচিতি তালিকা থেকে সরানো হবে না, তেমনই আবার সেই পরিচিতির ফোনের তালিকা থেকে আপনাকেও সরানো হবে না। কোনও পরিচিতিকে বাদ দিতে আপনাকে অবশ্যই নিজের ফোনের ঠিকানা বই থেকে সেই পরিচিতিকে বাদ দিতে হবে।
  • আপনি যদি এ বিষয়ে উদ্বিগ্ন থাকেন যে আপনি যাকে ব্লক করছেন তিনি বিষয়টি জানবে কি না, তাহলে অনুগ্রহ করে এই নিবন্ধটি পড়ুন।
পরিচিতিকে আনব্লক করতে
  1. সেটিংস > গোপনীয়তা > ব্লক করা হয়েছে-তে ট্যাপ করুন।
  2. পরিচিতির নামের বাঁদিকে সোয়াইপ করুন।
    • অথবা, এডিট করুন > লাল বিয়োগ চিহ্নের আইকনে ট্যাপ করুন।
  3. আনব্লক করুন-এ ট্যাপ করুন।
পরিচিতিকে আনব্লক করার আরও উপায়:
  • পরিচিতির সাথে চ্যাট খুলুন, এরপর পরিচিতির নাম > পরিচিতিকে আনব্লক করুন-এ ট্যাপ করুন।
  • আপনার চ্যাট ট্যাবে পরিচিতির সাথে আপনার চ্যাটটি বাঁদিকে সোয়াইপ করুন, এরপর আরও > পরিচিতির তথ্য > পরিচিতিকে আনব্লক করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: যদি আপনি কোনও পরিচিতিকে আনব্লক করেন, তাহলে সেই পরিচিতির ব্লক থাকাকালীন আপনাকে পাঠানো কোনও মেসেজ, কল এবং স্ট্যাটাস আপডেট আপনি পাবেন না।
পরিচিতির বিষয়ে রিপোর্ট করতে
  1. আপনি যে ব্যবহারকারীর বিষয়ে রিপোর্ট করতে চান তার চ্যাট খুলুন।
  2. পরিচিতির নামে ট্যাপ করুন, এরপর পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।
  3. রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: যে ব্যবহারকারী বা গ্রুপের বিষয়ে আপনি রিপোর্ট করেছেন তার আপনাকে পাঠানো শেষ পাঁচটি মেসেজ WhatsApp গ্রহণ করবে ও তাকে জানানো হবে না। এছাড়াও আপনার রিপোর্ট করা গ্রুপ বা ব্যবহারকারীর আইডি, কখন মেসেজ পাঠানো হয়েছে এবং কী ধরনের মেসেজ পাঠানো হয়েছে (উদাহরণস্বরূপ ইমেজ, ভিডিও, টেক্সট) সেই বিষয়ে তথ্য WhatsApp গ্রহণ করবে।
একটি একক মেসেজ দীর্ঘক্ষণ চেপে রেখে আপনি কোনও অ্যাকাউন্টের বিষয়ে রিপোর্ট করতে পারেন।
  1. একক মেসেজ দীর্ঘক্ষণ চেপে ধরুন। কনটেক্সট মেনু খুলে রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।
  2. রিপোর্ট পাঠানোর আগে নিশ্চিতকরণের বিজ্ঞপ্তি দেখা যাবে। এছাড়াও আপনি ব্যবহারকারীকে ব্লক করতে এবং তার বিষয়ে রিপোর্ট করতে পারবেন।
একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিওর বিষয়ে রিপোর্ট করুন
  1. একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও খুলুন।
  2. নিচের কোণে আরও
    ট্যাপ করুন।
  3. পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।
'একবার দেখা যাবে' বৈশিষ্ট্যটির বিষয়ে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না