একাধিক ফোনে বা একাধিক ফোন নম্বর দিয়ে একটি WhatsApp অ্যাকাউন্টের ব্যবহার সম্পর্কে
আপনার WhatsApp অ্যাকাউন্ট শুধুমাত্র একটি রেজিস্টার করা ফোন নম্বর দিয়ে যাচাই করা যাবে। আপনার ডুয়েল সিম ফোন থাকলে, অনুগ্রহ করে মনে রাখবেন WhatsApp যাচাই করার জন্য আপনাকে অবশ্যই একটি নম্বর বেছে নিতে হবে। একটি যাচাই করা WhatsApp অ্যাকাউন্ট দুটি ফোন নম্বর দিয়ে ব্যবহার করার কোনও বিকল্প নেই।
যদি আপনি বারবার WhatsApp অ্যাকাউন্টটি বিভিন্ন ডিভাইসে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে এক পর্যায়ে আপনার অ্যাকাউন্ট পুনরায় যাচাই করা ব্লক করে দেওয়া হতে পারে। অনুগ্রহ করে বারবার ডিভাইস ও নম্বর পরিবর্তন করবেন না।