WhatsApp বিজনেস প্রোডাক্ট সম্পর্কে
উত্তর পেতে এবং সমস্যার সমাধান করতে আমাদের সহায়তা কন্টেন্ট লাইব্রেরি দেখুন।
আপনার বিজনেস যাতে গ্রাহকদের সাথে সহজে কানেক্ট করতে পারে তার জন্য একাধিক উপায় খুঁজে বের করতে WhatsApp প্রতিশ্রুতিবদ্ধ।
যদি আপনার ছোট বিজনেস হয় তাহলে বিনামূল্যে WhatsApp Business অ্যাপ ডাউনলোড করে গ্রাহকদের সাথে যোগাযোগ করার জন্য তা একক ডিভাইস থেকে ব্যবহার করতে পারেন। WhatsApp Business অ্যাপটি আপনাকে বিনামূল্যে একাধিক গ্রাহকদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে এবং অন্যান্য টুলের সাথে কাস্টমাইজ করার ও সংযুক্ত হওয়ার উপায় প্রদান করে।
আপনার বিজনেস যদি মাঝারি থেকে বৃহৎ মাপের হয় তাহলে WhatsApp Business প্ল্যাটফর্ম আপনাকে WhatsApp-এ বিপুল পরিমাণের কথোপকথন ম্যানেজ করতে সাহায্য করে যাতে কেনাকাটার বিষয়টি জোরদার হয় এবং গ্রাহকদের সাথে সম্পর্ক আরও গভীর হয়। আপনি WhatsApp Business প্ল্যাটফর্ম সরাসরি অ্যাক্সেস করতে পারেন অথবা আপনার হয়ে সমন্বয় সাধন করবে এমন বিজনেস সলিউশন প্রোভাইডার-এর সাথে কাজ করতে পারেন।