ডেস্কটপ থেকে কল করা সম্পর্কে
কম্পিউটারে WhatsApp ডেস্কটপ অ্যাপ ইনস্টল করা থাকলে আপনি WhatsApp ডেস্কটপ থেকে আপনার পরিচিতিদের বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।
যে ডিভাইসে ডেস্কটপ কলিং উপলভ্য:
- Windows 10 64-bit ভার্সন 1903 এবং তার পরবর্তী ভার্সন
- macOS 10.13 এবং তার পরবর্তী ভার্সন
WhatsApp ডেস্কটপ থেকে কল করতে বা গ্রহণ করতে হলে যা থাকতে হবে:
- ভয়েস ও ভিডিও কল করার জন্য একটি অডিও আউটপুট ডিভাইস এবং মাইক্রোফোন।
- ভিডিও কল করার জন্য ক্যামেরা।
- WhatsApp-কে আপনার কম্পিউটারের মাইক্রোফোন ও ক্যামেরা অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। কল করার জন্য WhatsApp-কে কম্পিউটারের মাইক্রোফোন এবং ভিডিও কল করার জন্য ক্যামেরা অ্যাক্সেস করতে হবে।
দ্রষ্টব্য: WhatsApp Desktop-এ গ্রুপ কল করার সুবিধা এখন উপলভ্য নয়।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে ভয়েস কল করবেন
- কীভাবে ভিডিও কল করবেন
- ডেস্কটপ কলিং ব্যবহার করা যাচ্ছে না